
গণতন্ত্রে সাধারনত প্রথেম দল গঠন হয় তারপর সংগঠন মজবুত করা হয় দেশের নাগরিকেরা দলে যোগ দেয় জনমত গঠন করে নির্বাচনের মাধ্যমে সেই দলকে ক্ষমতায় আনে তাদের প্রত্যাশিত সেবা বুঝে নেয়ার জন্য… কিন্তু মেজর জেনারেল জিয়াউর রহমান আগে ক্ষমতায় এসেছেন তারপর শুধুমাত্র আন্তর্জাতিক চাপের কারনে দল গঠন করতে বাধ্য হয়েছেন। তানাহলে দল ছাড়াই তিনি তার কাজ চালিয়ে যেতেন বলে আমি মনে করি, মানে দল না থাকলে একেবারেই একনায়ক তান্ত্রিক হয়েযায় তাই লোক দেখানোর উদ্দেশ্য ঘসা মাজা একটা কোনো মতন দল,
জিয়া সরকার দেশ চালানোর সময়ে মানুষের নিরাপত্তার বিষয়টি একেবারে নিচে নেমে এসেছিলো লুটপাট গুম খুন সাধারন বিসয় ছিলো জিয়ার চলা দুর্নীতির বিরুদ্ধে কোনো লোক কথা বললেই পরের দিন রাতে তার বাসায় আগুন বা তার লাশ ড্রেনে এমন,,, হাট বাজারে বসে চা খাওয়ার সময় জিয়ার বিরুদ্ধে কথা বললে গরম চা মুখের মধ্যে ঢেলে দেয়ার কাহিনী শুনেছি এলাকার মুরুব্বি চাচা দেরথেকে, তাহলে বুঝুন বিসয় টা কোন পর্যয়ে চলে গিয়েছিলো!
বাংলাদেশের প্রায় সব গুলা এক্টিভ ডিএক্টিভ সন্ত্রাসী সংগঠন গুলা তাদের আমলে তাদের ছত্রছায়ায় তৈরি, সংগঠন গুলা তৈরি করা হয়েছিলো বিরোধী মতাদর্শের মানুষদের খুন করতে এবং সাধারন মানুষকে হয়রানীর মধ্যে রাখতে যাতে করে মানুষ ভয়ের মধ্যে থাকে বিরুদ্ধাচরণ না করে, বিএনপির মধ্যে স্বজন প্রিয়তা এতো বেশি পরিমানে ছিলো যার বর্ণনা দিতে গেলে লেখা লম্বা হবে এটা অবশ্য তাদের পতনের একটা বড় কারন বলা চলে, বিএনপি প্রথম দিকে এমন একটা হাইপ ক্রিয়েট করেছিলো যে ধানের শীষ মানেই বিজয়
কারন ভোট তো লাগতো না, অনুগত সেনাসদস্য দের ব্যবহার করে কিভাবে নির্বাচন জিততে হয় তা এক্স আমলা জিয়াউর রহমান এর ভালোমতো জানাছিলো, আর প্রতিটি বিসয়ে কি পরিমান দুর্নীতি যে বিএনপির লোকজন করেছিলো তা আলাদা লেভেল এর। সাধারণ মানুষ ক্ষুধার জ্বালায় মারা যাচ্ছিলো আর বিএনপির নেতারা ত্রানের টাকা লুটে লুটে ফুলে ফেপে উঠছিলো, এর কারনে মানুষের মনে বিএনপি এর প্রতি এক বিরাট ক্ষোভ এর জন্ম হয় যা দিন দিন বাড়তে থাকে।
বিএনপি এর পতন এবং আর কোনো দিন সরকার গঠনের সক্ষমতা হারানোর সবচেয়ে বড় কারনটা হলেন তারেক জিয়া নিজে,
দুর্নীতির রাজপুত্র বলে এনাকে আমার ভাইয়েরা সারা বাংলাদেশের মানুষরাই বলে মনে হয়, ইনি এমন এমন দুর্নীতি করেছেন যার জন্য বাংলাদেশকে দেওলিয়াও হতে হতো( আমার মনে হয়)। এনার সেরা দুর্নীতি গুলার মধ্যে অন্যতম মারাত্মক দুর্নীতি হলো -নাইকো এর সাথে করা গ্যসকুপ দুর্নীতি বিএনপির তখনকার জ্বালানী প্রতিমন্ত্রীকে ১৭০০০০ হাজার ডলার এর গাড়ী দিয়েছিলেন নাইকোর কতৃপক্ষ যার বিনিময়ে প্রায় ১৩০০ কোটি টাকার গ্যস সমৃদ্ধ একটি কুপ তাদের দেয়া হয়…..জনগন আর সংসদ কে এটা এটা দেখানো হয় যে ওই কুপে আর গ্যস নেই ফাকা কুপ।
একটা কথা বাংলাদেশের ওই গ্যস কুপ কি আপনার বাবার? যে গিফ্ট করে দিলেন?!
দেশের মানুষের সামনে এসব জিনিস এখন পানির মতো পরিস্কার, বিএনপি এর মুখে উন্নয়ন আর ভুতের মুখে রাম নাম একই কথা, জনমত যেহুতু তাদের নেই সেহুতু বিএনপি আর ক্ষমতায় আসবে না, এখানে শুধু বিএনপির উপরের চেহারা নিয়ে কথা তুলে ধরেছি, সব চাইতে বড় কথা জনপ্রিয় নেত্রী শেখ হাসিনার আন্দোলন সংগ্রাম, তার সাথে তারেক জিয়ার ইন্ডিরেক্ট ক্ষমতা গ্রহন, অন্য ধর্মালম্বী দের ওপর অমানুষিক নির্যাতন, খালেদা জিয়া মির্জা ফখরুল এগুলা আবার নিয়ে আবার আলোচনা হবে।