বিদ্যুৎ বিভ্রাট এবং বাংলাদেশ
আজকে কিছু সময় বা কয়েক ঘন্টা বলতে পারি যে লোডশেডিং ছিল। আর এই লোডশেডিং এর এই কয়েক ঘন্টায় চারপাশের টক্সিক মানুষের কিছু বহুল কথিত কমেন্ট :
১। আরো শেখ হাসিনা সরকার কে ভোট দেও।
২। এটা ২০২১ সালের মতো আবারো দুর্গা পূজায় জঙ্গি হামলার একটা ছক।
৩। ভালোই হয়েছে, লোডশেডিং হয়েছে। দুইদিন পর আসুক তাহলে হিন্দুদের অনুষ্ঠান মাটি হয়ে যাবে।
এখন দেখেন, যারা কমেন্ট করেছেন বা বলাবলি করছেন তারা হয়তো তাদের মোটা মাথার যুক্তি দিয়ে এইসব কথা বলেছেন।
আমার কথা হলো যারা ১ম কমেন্ট টা করেছেন তারা কি ভেবে এই কমেন্ট করলেন? লোডশেডিং এর সাথে সরকারের ব্যাপার কি? জাতীয় গ্রিডে সমস্যা হয়েছে। সমস্যা ঠিক হবে চলে আসবে। এতে সরকার কি করবে ভাই। ফিল্ড পর্যায়ে যারা আছে তারা বুজতাসে যে সমস্যা টা আসলে কি। এবং তারা নিদিষ্ট সময় ও বলে দিয়েছে যেই এই সময়ের ভেতর চলে আসবে। এবং তাই এসেছে।
অযথা গাজাখুরি কমেন্ট না বলে বাস্তবিক ঘটনা দেখুন।
২য় কমেন্ট যারা করেছেন তারা হয়তো একটু শঙ্কিত ছিল যে ২০২১ এর মতো কিছু আবার হবে কিনা? যারা ২য় কমেন্ট টা করেছেন তাদের আমি বলতে চাই যে আমাদের পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখুন। উনারা যথেষ্ট ভাবে আমাদের সহায়তা করছে। সারা রাত ধরে মন্ডপ পাহাড়া দিচ্ছে। আর রইলো কথা লোডশেডিং করিয়ে হামলার ছক। লোডশেডিং কিন্ত পুরো বাংলাদেশে হয়েছে শুধু হিন্দুদের পূজা মন্ডপ বা বাসা বাড়িতে হয় নি। হ্যা আপনি এটা বলতে পারেন যে, পূজার দিনে এত সময় নিয়ে লোডশেডিং। লোডশেডিং একটা ট্যাকনিকাল ইস্যু। কখন কি হবে কেউ বলতে পারে না। তাই লোডশেডিং নিয়ে এমন একটা কমেন্ট
হাস্যকর। নিজে সজাগ থাকুন, তাহলেই হবে।
৩য় কমেন্ট যারা করেছেন তারা মানুষের মধ্যে অবস্থান করেন কিনা আমার সন্দেহ। ১ম কমেন্ট কারীদের থেকে ও ভয়াবহ যারা ৩য় কমেন্ট টা করেছেন। কিভাবে পারেন ভাই এমন থার্ডক্লাস মন মানসিকতার হতে।