গুজব কাউন্টারসমসাময়িকসাইবার যোদ্ধা

বিদ্যুৎ বিভ্রাট এবং গুজব

সারা দেশে ব্লাক আউট এই নিয়ে ও এক শ্রেনীর সরকার এবং দেশবিরোধী মিথ্যাচার

বিদ্যুৎ বিভ্রাট এবং বাংলাদেশ

 

আজকে কিছু সময় বা কয়েক ঘন্টা বলতে পারি যে লোডশেডিং ছিল। আর এই লোডশেডিং এর এই কয়েক ঘন্টায় চারপাশের টক্সিক মানুষের কিছু বহুল কথিত কমেন্ট :

১। আরো শেখ হাসিনা সরকার কে ভোট দেও।
২। এটা ২০২১ সালের মতো আবারো দুর্গা পূজায় জঙ্গি হামলার একটা ছক।
৩। ভালোই হয়েছে, লোডশেডিং হয়েছে। দুইদিন পর আসুক তাহলে হিন্দুদের অনুষ্ঠান মাটি হয়ে যাবে।

এখন দেখেন, যারা কমেন্ট করেছেন বা বলাবলি করছেন তারা হয়তো তাদের মোটা মাথার যুক্তি দিয়ে এইসব কথা বলেছেন।

আমার কথা হলো যারা ১ম কমেন্ট টা করেছেন তারা কি ভেবে এই কমেন্ট করলেন? লোডশেডিং এর সাথে সরকারের ব্যাপার কি? জাতীয় গ্রিডে সমস্যা হয়েছে। সমস্যা ঠিক হবে চলে আসবে। এতে সরকার কি করবে ভাই। ফিল্ড পর্যায়ে যারা আছে তারা বুজতাসে যে সমস্যা টা আসলে কি। এবং তারা নিদিষ্ট সময় ও বলে দিয়েছে যেই এই সময়ের ভেতর চলে আসবে। এবং তাই এসেছে।
অযথা গাজাখুরি কমেন্ট না বলে বাস্তবিক ঘটনা দেখুন।

২য় কমেন্ট যারা করেছেন তারা হয়তো একটু শঙ্কিত ছিল যে ২০২১ এর মতো কিছু আবার হবে কিনা? যারা ২য় কমেন্ট টা করেছেন তাদের আমি বলতে চাই যে আমাদের পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখুন। উনারা যথেষ্ট ভাবে আমাদের সহায়তা করছে। সারা রাত ধরে মন্ডপ পাহাড়া দিচ্ছে। আর রইলো কথা লোডশেডিং করিয়ে হামলার ছক। লোডশেডিং কিন্ত পুরো বাংলাদেশে হয়েছে শুধু হিন্দুদের পূজা মন্ডপ বা বাসা বাড়িতে হয় নি। হ্যা আপনি এটা বলতে পারেন যে, পূজার দিনে এত সময় নিয়ে লোডশেডিং। লোডশেডিং একটা ট্যাকনিকাল ইস্যু। কখন কি হবে কেউ বলতে পারে না। তাই লোডশেডিং নিয়ে এমন একটা কমেন্ট
হাস্যকর। নিজে সজাগ থাকুন, তাহলেই হবে।

৩য় কমেন্ট যারা করেছেন তারা মানুষের মধ্যে অবস্থান করেন কিনা আমার সন্দেহ। ১ম কমেন্ট কারীদের থেকে ও ভয়াবহ যারা ৩য় কমেন্ট টা করেছেন। কিভাবে পারেন ভাই এমন থার্ডক্লাস মন মানসিকতার হতে।

I am an undergraduate student study at department of management student university of jagannath. I like those people who are love my country.

আপনার রিএকশন কি?

একই রকম আরও কিছু আর্টিকেল

NahidRains Blog – আসেন দেখি আমাদের গুজববাজদের বর্তমান অবস্থা কি

একটা হিসাব করি ...... এই মুহুর্তে আমাদের রেগুলার প্রপাগান্ডাবাজগুলার কি কি অবস্থা ...... ৬০০ ডলার খ্যাত কনক সরওয়ার - গন কেইস। গুজব সরওয়ারের সেই ৬০০ ডলারের ফোন রেকর্ড লিক হবার পর থেকে বেচারা আর কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই। এক ধাক্কায় বেচারার গুজব ক্যারিয়ার সেদিনই শেষ হয়ে গিয়েছিল। এখন বসে বসে অন্যান্য লুজারদের সাথে লাইভ করার ট্রাই মারে, এটা ওঃটা পোস্ট দেয় কিন্তু কী খায় না। সবাই এটাই ভাবে - "শালা আমাদের বেকুব বানাইয়া হাজার হাজার ডলার

NahidRains এর যত ফেসবুক পেজ গুজব যুদ্ধে হারিয়েছে

গত ৮ বছরে আমার যেসব পেজ-চ্যানেল যুদ্ধে শহীদ হইসে.. ফেসবুক পেজ ১. NahidRains (1) (2009 to 2018) - 1.6 Million ২. Bangladeshism (2011 to 2018) - 1.3 Million ৩. Nahid M Helal (Profile) (2007 to 2018) - 216,000 Follower. ৪. NahidRains (2) (2018 to 2021) - 560,000 ৫. NahidRains (3) (2018 to 2021) -

লিখেছেন নাহিদরেইন্স
122
62

কেনো ইসরাইলি গোয়েন্দার সঙ্গে নূরের প্রকাশিত ছবিটি এডিট করা নয়

বিদেশে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের সঙ্গে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ-এর সদস্য মেন্দি এন সাফাদির ছবিটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয়। ছবিটি সম্পর্কে জানতে চাইলে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নুর জানান, এটি এডিট করা এবং মেন্দি এন সাফাদিকে তা তিনি জানেন না। ফলে প্রশ্ন

লিখেছেন নাহিদরেইন্স
421
217

বাংলাদেশ ছাত্রলীগ

বাংলাদেশ ছাত্রলীগের সুপার ইউনিটখ্যাত "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের" ছাত্রলীগের পক্ষ থেকে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের দুই কর্ণধার এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়।

লিখেছেন Shuvo Dey
129
67