
কিন্তু গত কিছু মাস ধরে ক্রমাগত বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিকর কলাম ও নিউজ প্রকাশ করছে পত্রিকাটি।
০৮ আগস্ট ২০২২ এ প্রকাশিত কলাম –
“অর্থনৈতিক পরিস্থিতি
সরকার ডেকে আনল মূল্যস্ফীতি”
খুব মনোযোগ দিয়ে আওয়ামী লীগ সরকারের দোষ ত্রুটি আর ভুল খোজা শুরু করে তার লেখায় আবিষ্কার করা গেলো —
বাংলাদেশের প্রবাসী আয় কমেছে এবং আমরা শুধু আমদানিই করছি কিছুই রপ্তানি করছি না!!
আর একটি কলাম থেকে আমরা জানলাম –
“যেভাবে বেড়েছে জিডিপি
জি-গ্যাস, ডি-ডিজেল, পি-পেট্রল”
কি সাংঘাতিক বিষয়?
জিডিপি মানে
জি-গ্যাস, ডি-ডিজেল, পি-পেট্রল
আরও জানলাম –
একটি দেশের মোট আয়কে জনসংখ্যা দিয়ে অর্থাৎ মাথাপিছু ভাগ করে দেওয়া হয়। একেই বলে মাথাপিছু আয়।
আরও জানলাম, বিপিসি ৪৩ হাজার কোটি টাকা লাভ করে বসে আছে, উপরন্তু তেলের দাম বাড়িয়েছে – বিষয়টি এমন যে বিপিসি’র কোন অপারেশনাল কস্ট নাই, কোন উন্নয়ন প্রকল্প নাই, মার্কেটে তাদেরকে ক্রুড ওয়েল, রিফাইন্ড ডিজেল, অকটেন কিনতে কোন পয়সা খরচ করতে হয় না!!
আমাদের কথা –
যখন কোন বিষয়ে কলাম লেখা হয়
অবশ্যই সেখানে যুক্তি, তথ্য ও সমাধান দেয়ার চেষ্টা থাকবে। যার কোনটিই নেই প্রথম আলোর এই কয়েকটি কলামে।
আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী এবং আমরা বিশ্বাস করি বাকস্বাধীনতা মানবাধিকারের প্রধান শর্ত। কিন্তু বাকস্বাধীনতার নামে কাওকে ছোট করা, আজগুবি তথ্য দেওয়া, দেশের মানুষের মনে বিভ্রান্তি তৈরি করা, মিথ্যা তথ্য পরিবেশন করে কাওকে হয়রানি করা কোনভাবেই কাম্য নয়।
প্রথম আলোর শুভবুদ্ধির উদয় হোক।
#প্রথমআলো #বাংলাদেশ #গুজব #বাকস্বাধীনতা