প্রিয় নেতা

বঙ্গবন্ধুঃদেশে-বিদেশে

বঙ্গবন্ধুঃদেশে-বিদেশে

ভারতের পশ্চিমবঙ্গের বাকুড়া জেলা থেকে পূর্ব বর্ধমানে যাওয়ার পথে ছোট্ট উপশহর আড়াডাঙ্গা। আড়াডাঙ্গা’র একটি মিষ্টান্নের দোকানের নাম ‘বঙ্গবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার’।
বর্তমানে দোকানটির মালিক যিনি, তার পিতামহ দোকানটি তৈরী করে নাম দিয়েছিলেন ‘বঙ্গবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার’। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যূদয়ের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবদ্দশাতেই তৈরী করা হয় দোকানটি। বঙ্গবন্ধুর প্রতি ভিন্ন একটি দেশের নাগরিকের শ্রদ্ধার অপার নির্দশন এই দোকান।
বঙ্গবন্ধু বেঁচে থাকবেন সারা পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত ও মুক্তিকামী মানুষের আদর্শ ও অনুপ্রেরনা হয়ে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।
বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নন, বঙ্গবন্ধু সারা বিশ্বের।
POLITICIAN SETTLED AT: KISHOREGONJ. www.sheikhjamal.wordpress.com

আপনার রিএকশন কি?

একই রকম আরও কিছু আর্টিকেল

বঙ্গবন্ধু: মননে ও চেতনায় আশান উজ জামান 

লিখেছেন Safkat Hasan Pial
106
54

নিজেদের দিকে তাকিয়ে আমি নিতান্তই নিরুদ্যোম সাধারণ বাঙালিকে দেখি, যারা মোটাদাগে মাথামোটা প্রাণী। যাদের অধিকাংশই বিত্তহীন বা নিম্নবিত্ত হয়েও অসম্ভব রকমের মধ্যবিত্ত স্বভাবের- নিজের হাঁড়ি-কড়াইয়ের ঠোকাঠুকির সংগীতেই ভরে রাখে প্রাণ, আর নিজের মাথায় চড়ার আগে কোনো ব্যথা নিয়েই তাদের মাথাব্যথা থাকে না। গায়ে পায়ে মুখে তাদের যে-মাটির ছাপ, সুফলা হলেও যার ফলা তীক্ষ্ণ নয় খুব, সুযোগসন্ধানীদের পায়ে দলিত মথিত হয়েই টিকে আছে তা। এই মুখচোরা মাটি আর গোবেচারা মানুষের…

আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি ঘর যেন একে একটি ভিটেমাটিহীন পরিবারের ঘুড়ে দাঁড়ানোর গল্প

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরঠিকা আশ্রয়ণ প্রকল্পেমাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন স্বামীহারা রেনু বেগমআশ্রয়ণ প্রকল্পের প্রতিটি ঘর যেন একেকটি ভিটেমাটিহীন পরিবারের ঘুরে দাঁড়ানোর গল্প। শুধু ঘর নয়, তারা পেয়েছেন স্থায়ী ঠিকানা এবং মার্যাদা। এখন শুধুই তাদের সামনে এগোনোর পালা। একসময়ের গৃহহীন

লিখেছেন মোঃ সোহাগ
188
98

ভিশনারী নেত্রী

মমতাময়ী মা এবং ডিজিটাল বাংলাদেশের রূপকার : শেখ হাসিনা একজন নারী তিনি যে দশভূজা তার প্রমান আমাদের প্রধানমন্ত্রী স্বয়ং নিজেই। একদিকে যেমন তিনি প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশকে পৃথিবীর বুকে এক অন্যতম উচ্চ স্থানে নিয়ে যাচ্ছেন। ঠিক তেমনি আবার অন্যদিকে পৃথিবীর প্রতিটি মমতাময়ী মায়ের মতো সন্তানের সাথে

লিখেছেন Shuvo Dey
139
72

চট্টগ্রাম যুবলীগের ভবিষ্যৎ?

লিখেছেন নাহিদরেইন্স
3,987
1,796
1,486

নুরুল আজিম রনি - এই নাম শুনলেই ছাগু-গান্ডুদের ঘুমের অনেক সমস্যা হয় - ভদ্র ভাষায় বলতে গেলে জামাত-বিম্পির অনেক বেশী সমস্যা হয়। কেন? এর কারণ লিডারশিপ কোয়ালিটি। পদে থাকুক আর নাই থাকুক - কিভাবে একটা তরুণ জেনারেশনকে লিড করতে হয়, কিভাবে ছাত্র-ছাত্রীদের অধিকার রক্ষা করতে হয় আর কিভাবে দেশ-বিরোধীদের কড়া জবাব দিতে হয় - এটা এই রনিরা জানে। লিডারশিপ একটা কোয়ালিটি। আর এই গুন সবার মধ্যে থাকে না আবার ঘুমের মধ্যেও আসে না।