
প্রবাসী কিছু কিছু লোক ফেইসবুকে বাংলাদেশের রিজার্ভ নিয়ে বিভিন্ন রকমের অপপ্রচার চালাচ্ছে। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বৈধ পথে টাকা পাঠানোর অনুরোধ করে একটি পোষ্ট দেওয়ার পর কিছু সংখ্যক অতি উৎসাহী প্রবাসী ভাই নেত্রীর সেই অনুরোধের বিপরীতে বাজে মন্তব্য করে ভিডিও বানিয়ে সকল প্রবাসীদের বৈধ পথে টাকা না পাঠাতে আহ্বান করে। আমি ঐ সব বেকুব দের কে বলছি, যে বিষয়ে কোনো জ্ঞান নাই সেই বিষয়ে ভিডিও বানিয়ে অনলাইনে ছেড়ে দেস কেন? বিদেশ থেকে টাকা তুই শেখ হাসিনার জন্য পাঠাস না, পাঠানো টাকা তোর পরিবারের কাছে ই যায়, এখানে প্রশ্ন হচ্ছে বিদেশ থেকে টাকা অবৈধ পথে পাঠালে সেখানে দেশের রাজস্ব আদায় করা যায় না, একটি দেশ চালাতে দেশের প্রচলিত নিয়ম মোতাবেক বিভিন্ন খাতে কর, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তুই যদি অবৈধ পথে দেশে টাকা পাঠাস সেই টাকার কোন হিসাব বা রাজস্ব দেশ পায় না। তুই যে বিদেশে গেছিস সেটি ও কিন্তু একটি দেশের প্রচলিত আইন অনুযায়ী গিয়েসিস, এখানে তুই কত টাকার বিনিময়ে বেসরকারি ভাবে দালাল ধরে গেসিস সেটি কোন বিষয় না, এটি তোর নিজস্ব ব্যাপার। তবে যেভাবেই যাও টাকা তোমার পরিবারের কাছে বৈধ পথে ই পাঠাতে হবে। আর অবৈধ পথে টাকা পাঠানো সম্পূর্ণ বেআইনি ও নিষেধ। তোর এই ভিডিও তোর জন্য কাল হয়ে যাবে যখন তুই অবৈধ পথে টাকা পাঠানোর জন্য ধরা খাবি। বুঝলে বুঝবি আর না বুঝলে রসাতলে যাবি। ভালো থাকিস আর ভালো রাখিস।