
প্রতিদিনের মত আজও ফখরুল সাহেব তার মিথ্যার দোকানে আরও একটি নতুন মিথ্যা যুক্ত করেছেন – সেটি হলো বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে। ৪০ বিলিয়ন ডলারের যে স্থিতিশীল রিজার্ভ বাংলাদেশের আছে সেটিকে মিথ্যাচার করে বানিয়েছেন ১৬ বিলিয়ন ডলার। ইদানীং ফখরুল সাহেবের মিথ্যা যেন আর থামেই না। কিন্তু ফখরুল ছাড়াও বাংলাদেশে আরও অনেক বড় বড় মিথ্যাবাদী আছে। কিন্তু মানুষের কৌতূহল এখন অন্য জায়গায় – সবাই জিজ্ঞেস জানতে চাইছেন এই মুহুর্তে বাংলাদেশের সবচেয়ে বড় মিথ্যাবাদী কে ? তাই এই গণভোটের আয়োজন/। নীচে নিজের ভোটটি দিয়ে আমাদের অবশ্যই জানাবেন।
দেশ সেরা মিথ্যাবাদী
বাংলাদেশের সেরা মিথ্যাবাদী কে?

মির্জা ফখরুল ইসলাম আলমগির

নুরুল হক নুর

তারেক জিয়া